
বাংলাদেশ সরকার রেজিস্ট্রেশনকৃত ‘বাংলাদেশ প্রেস ক্লাব’ মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে অভ্যন্তরীণ কাঠামো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪শে অক্টোবর শুক্রবার সকাল ১০ঘটিকায় ক্লাবের নিজস্ব কার্যালয় পশ্চিম দাশড়া ৪২/১, মানিকগঞ্জ পৌরসভায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল বাছিত ভূইয়া, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও আইন বিষয়ক উপদেষ্টা বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটি।
তিনি তাঁর বক্তব্যে সাংবাদিক সমাজের ঐক্য, নৈতিকতা ও পেশাগত দায়িত্বশীলতার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি বলেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়—এটি দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার অন্যতম চালিকা শক্তি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোঃ আজাহার হোসেন, সাবেক সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা।
তিনি সংগঠনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে নবীন, প্রবীণ ও অভিজ্ঞ সাংবাদিকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক হারুন অর রশিদ, সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা।
তিনি তাঁর বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও জেলা পর্যায়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক এস এম শাহিন বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ।
বিশেষ বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক খন্দকার জিনাতুন্নিছা মৌসুমী, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা।
সভায় জেলা কমিটির সকল সদস্য, স্থানীয় সাংবাদিকবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অতিথিরা উপস্থিত ছিলেন।
শেষে সংগঠনের অভ্যন্তরীণ কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা, সিদ্ধান্ত গ্রহণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।