1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন

বাউফলে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে চালক নিহত

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে অজ্ঞাত যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলার চালক সেন্টু দফাদার (৫০) নিহত ও দুইজন আহত হয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তেঁতুলিয়া নদীর ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ট্রলার চালক সেন্টু দফাদার বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওলাদ প্যাদার ছেলে। আহতরা হলেন- একই উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের রেজা ও ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের সুজন ফকির।

জানা যায়, বুধবার মধ্যরাতে তেঁতুলিয়া নদীতে তারা তিনজন মাছ ধরার জন্য যান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অজ্ঞাত দোতলা লঞ্চ তাদের ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি উল্টে গেলে রেজা ও সুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সেন্টু দফাদার ট্রলারে থাকা মাছ ধরার জালে পেঁচিয়ে পড়ায় তীরে উঠতে পারেননি। ঘন কুয়াশার কারণে দোতলা লঞ্চটি শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় জেলেরা আজ সকাল ৮টার দিকে সেন্টুর মরদেহ উদ্ধার করেছে।

কালাইয়া নৌ-ফাঁড়ির ইন্সপেক্টর আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধাক্কা দেওয়া দোতলা লঞ্চটি শনাক্তের চেষ্টা চলছে। আমরা ময়নাতদন্তের জন্য মরদেহ চেয়েছি কিন্তু নিহতের পরিবার ময়নাতদন্ত করবে না, তারা কোনো অভিযোগও করবে না। আমরা অনেক রিকোয়েস্ট করছি, আমাদের টিম এখনো সেখানে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট