1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০১:৩০ অপরাহ্ন

বাড্ডায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

রাজধানীর বাড্ডার কবরস্থান রোডের খেলার মাঠের পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবক মো. তানভির (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (৬ মার্চ) রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল।পরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালের দিকে মারা যান।

 

নিহত তানভীর মুন্সিগঞ্জ সদরের তুর্কি গ্রামের মো. সাহাদুল্লাহর ছেলে। তিনি মধ্য বাড্ডার কবরস্থান রোড এলাকায় ভাড়া থাকতেন। একটি ফ্রিজের দোকানের কর্মচারী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের মা তানিয়া বেগম জানান,  গত বুধবার রাত ১০ টার দিকে আমার ছেলে দোকানের কাজ শেষে মধ্য বাড্ডা কবরস্থানের পাশের গলি দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিল।এ সময় অজ্ঞাত ৩-৪ জন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে তার কাছে থাকা একটি মোবাইল ও নগদ বারো হাজার টাকা নিয়ে পালিয়ে যান। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালের দিকে মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট