1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, ছাত্রদলের সাবেক নেতা নিহত

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ প্রেস

মানিকগঞ্জের ঘিওরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু আহমেদ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত লাভলু আহমেদ উপজেলার কস্তা গ্রামের হালিম মিয়ার ছেলে।

ঘিওর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কর্মীকে মারধর করে দুর্বৃত্তরা। সাবেক ছাত্রদল নেতা লাভলু তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা লাভলুর ওপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায়। ঘটনাস্থলেই নিহত হন তিনি।

ঘিওর থানার ওসি রফিকুল আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। সংঘর্ষের ঘটনাটি অনুসন্ধান করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট