1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

বিএনপি নেতার বাড়িতে মিলল টিসিবির পণ্য

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মজিবর আকনের বাড়ি থেকে বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ করেছে প্রশাসন।

মঙ্গলবার রাতে আকনের বাড়িতে অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়।

 

জব্দ হওয়া মালামালের মধ্যে রয়েছে ৪৪ লিটার সয়াবিন তেল, ১ মণ মশুর ডাল, ৩১ কেজি চাল, ১৭ কেজি বুটের ডাল ও ৭৯টি সয়াবিন তেলের খালি বোতল।

 

স্থানীয়দের অভিযোগ, নিজে ডিলার না হয়েও আকন টিসিবির পণ্য নিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছেন। নিজের অনুসারি কয়েকজন ব্যক্তির নামে ডিলারশিপ নিয়ে টিসিবির পণ্য বিক্রি নিয়ন্ত্রণ করছেন এ বিএনপি নেতা। বাউফলের খাদ্য কর্মকর্তাকে ম্যানেজ করে স্বচ্ছল ব্যক্তিদের নামে টিসিবির কার্ড নিয়ে তিনি বেশিরভাগ পণ্য কালোবাজারে বিক্রি করে আসছেন। বিএনপি নেতা হলেও বিগত  সরকারের আমল থেকে আকন এসব অনৈতিক কাজের সঙ্গে জড়িত। সাধারণ মানুষ টিসিবির পণ্য না পেয়ে ক্ষুব্দ হন তার ওপর।

 

আকনের বাসায় টিসিবির পণ্য মজুদ রয়েছে এমন সংবাদে মঙ্গলবার রাতে বিক্ষুব্দ এলাকাবাসী তার বাড়ি ঘেরাও করে প্রশাসনকে খবর দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্থানীয় গ্রাম পুলিশ আকনের বাড়ি থেকে টিসিবির পণ্য জব্দ করেন।

 

অভিযোগের বিষয়ে আকন বলেন, ‘আমি কোনো অনিয়মের সঙ্গে জড়িত নয়। এক আত্মীয় আমার বাড়িতে এসব পণ্য রেখেছেন।’

 

বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘তদন্ত করে এ বিষয়ে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট