1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

বিজয়কে দলে রাখার কারণ জানালেন শান্ত

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার এনামুল হক বিজয়। সর্বশেষ কয়েক বছরে তার এমন ধারবাহিক ব্যাটিং নজর এড়ায়নি নির্বাচকদেরও। তাইতো শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের দলে ডাক পান তিনি। তবে দলে ফিরে টিম ম্যানেজমেন্টকে হতাশ করলেন এই ওপেনার।

গল টেস্টে শূন‍্য ও চার রানে ফেরা ডানহাতি এই ওপেনার কলম্বোতে প্রথম ইনিংসে থামেন সেই শূন্যতেই। পরে দ্বিতীয় ইনিংসে করেন ১৯ বলে ১৯ রান। যে কারণে প্রশ্ন জেগেছে বিজয়ের দলে জায়গা পাওয়া নিয়েও।

 

বিজয়কে দলে রাখা নিয়ে শান্ত বলেন, ‘বিজয় ভাইয়ের বিষয়টা আপনি যদি বলেন, ৯ হাজার ফার্স্ট ক্লাস রান, ২৪ টা সেঞ্চুরি, ৪৯ টা ফিফটি। এরকম একটা অভিজ্ঞ খেলোয়াড়কে আমরা কেন দলে নিবো না? তো ওই চিন্তা করেই নেওয়া হয়েছিলো।’

‘আমাদের ওপেনাররা অলওয়েজ স্ট্রাগল করছিলো গত কয়েক বছর ধরে। জয়, জাকির কিছু কিছু ম্যাচে ভালো করেছে। তারপরে দেখা গেছে যে ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। তাই আমরা এরকম একজন অভিজ্ঞ খেলোয়াড় খুঁজছিলাম যার পেছনে অনেক রান আছে। যে কি না অভিজ্ঞ এই ফরম্যাটে।’

 

‘দুর্ভাগ্যবশত সে ভালো করতে পারেনি, সুযোগ ছিল। এখন রেজাল্ট সে দিতে পারেনি দলের জন্য। এটা অবশ্যই হতাশার। কিন্তু, আমি এখনও বিশ্বাস করি যে তার যদি সামনে সুযোগ আসে, অবশ্যই সে ভালো কিছু করবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শুধু তার উপরেই দোষ দেয়াটা বোকামি হবে। দল হিসেবে আমরা আসলে এই ম্যাচটা ভালো খেলিনি।’-যোগ করেন শান্ত।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট