রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। নিজেকে বিমানবন্দরের কর্মকর্তা পরিচয় দিয়ে রিপন নামের এক ভুক্তভোগীর কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।
অভিযুক্তের নাম মো. হারুন সরকার। পরিচয় দেওয়ার জন্য তিনি একটি ভুয়া আইডি কার্ড ব্যবহার করতেন, যেখানে উল্লেখ ছিল—
পদবি: Recruiting Manager
সংস্থা: Hazrat Shahjalal International
ভুক্তভোগীর অভিযোগ
প্রতারিত রিপন জানান, হারুন সরকার দীর্ঘদিন ধরে তাকে চাকরির প্রলোভন দেখিয়ে আসছিলেন। আইডি কার্ড ও কথিত অফিসিয়াল যোগাযোগের মাধ্যমে বিশ্বাস অর্জন করে অবশেষে তিনি রিপনের কাছ থেকে ৫ লাখ টাকা নেন। কিন্তু টাকা নেওয়ার পর প্রতিশ্রুতি রক্ষা না করে গা-ঢাকা দেন।
কর্তৃপক্ষের বক্তব্য
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (CAAB) একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দরে Recruiting Manager নামে কোনো পদ নেই। প্রদর্শিত আইডি কার্ড সম্পূর্ণ ভুয়া। এসব কার্ড প্রতারণার উদ্দেশ্যে তৈরি করা হয়।
আইনগত ব্যবস্থা দাবি
এ ঘটনায় প্রতারিত রিপন আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তিনি প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং হাতিয়ে নেওয়া টাকা ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন
Leave a Reply