1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

বিয়ের প্রতিশ্রুতিতে তরুণীকে নিপীড়নের অভিযোগ ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

এখনও ভারত জাতীয় দলে অভিষেক হয়নি, তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কল্যাণে পরিচিত মুখ যশ দয়াল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাস খানেক আগে আইপিএলও জিতেছেন। এরই মাঝে বিব্রতকর কাণ্ডে নাম জড়াল বাঁ-হাতি পেসার দয়ালের। এক তরুণী তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক, মানসিক ও আর্থিক নিপীড়নের অভিযাগ তুলেছেন। ইতোমধ্যে সেই অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গাজিয়াবাদ এলাকার বাসিন্দা ওই তরুণী উত্তরপ্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অনলাইন অভিযোগ পোর্টালের (আইজিআরএস) মাধ্যমে অভিযোগ দিয়েছেন। যেখানে তিনি জানান, ‘যশ দয়ালের সঙ্গে পাঁচ বছর ধরে সম্পর্ক ছিল তার। এই সময় তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আবেগকে কাজে লাগিয়ে শারীরিক ও মানসিকভাবে শোষণ করেছেন। এমনকি বাদীকে নিজের পরিবারে স্ত্রী বলেও পরিচয় করিয়ে দেওয়া হয়, ফলে তার (দয়াল) ওপর পুরোপুরি আস্থা তৈরি হয়।’

মানসিক ও শারীরিকভাবে ব্যবহারের জন্য প্রতারণা করা হয়েছে অভিযোগ তুলে ভুক্তভোগী তরুণী আরও উল্লেখ করেন, ‘সম্পর্ক থাকাকালে বিবাদী (দয়াল) প্ররোচনা দিয়ে আর্থিকভাবে তার ওপর নির্ভরশীল ছিলেন। পরে জানা যায়, তিনি এভাবে অন্য নারীর সঙ্গেও সম্পর্ক চালিয়ে আসছেন। এই বিষয়ে পারস্পরিক কথোপকথন, স্ক্রিনশট, ভিডিও কল ও ছবি প্রমাণ হিসেবে যুক্ত করা হলো।’

Yash Dayal struck with his second ball, Punjab Kings vs Royal Challengers Bengaluru, IPL 2025, Qualifier 1, New Chandigarh, May 29, 2025

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২০২৫ সালের ১৪ জুন ১৮১ নারী হেল্পলাইনে কল দিয়ে অভিযোগ দিয়েছেন ওই তরুণী। তবে পুলিশ স্টেশন পর্যায়ে সেটি পৌঁছায়নি বলেও অভিযোগ রয়েছে তার। এরপরই তিনি আর্থিক ও সামাজিক অসহায়তার শিকার হয়ে মুখ্যমন্ত্রীর কাছে ন্যায়বিচারের দাবি নিয়ে হাজির হন। এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর, ‘দ্রুত ও নিরপেক্ষতার সঙ্গে তদন্তের অনুরোধ এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহবান জানানো হলো। এটি কেবল ভুক্তভোগীর জন্যই নয়, এই ধরনের সম্পর্কের কারণে ক্ষতিগ্রস্ত প্রতিটি ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ।’

মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে গাজিয়াবাদের সার্কেল অফিসারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য সময়সীমা বেধে দেওয়া হয়েছে ২১ জুলাই পর্যন্ত। সর্বশেষ আইপিএলে বেঙ্গালুরুর হয়ে ১৫টি ম্যাচ খেলে ১৩টি উইকেট নিয়েছিলেন দয়াল। সবমিলিয়ে ৪ আসরে ভিন্ন দুই দলের হয়ে ৪৩ ম্যাচে তার শিকার ৪১ উইকেট। বছর দুয়েক আগে গুজরাটের হয়ে খেলার সময় কলকাতার ব্যাটার রিংকু সিংহের হাতে পাঁচটি ছক্কা খেয়েছিলেন তিনি। যা তাকে প্রথমবার আলোচনায় নিয়ে আসে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট