বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য টানা তৃতীয় দিন ধরে ঊর্ধ্বমুখী। আজ সোমবার (১৩ জানুয়ারি) ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৮১ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে, যা গত ২৭ আগস্টের পর সর্বোচ্চ।
দাম বৃদ্ধি মূলত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার কারণে, যা রাশিয়ার তেল সরবরাহে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নিষেধাজ্ঞার প্রভাব চীন ও ভারতের তেল সরবরাহে ব্যাঘাত ঘটাতে পারে, যার ফলে বাজারে মূল্য বৃদ্ধি অব্যাহত রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার ১৮৩টি তেলবাহী জাহাজ এবং বেশ কয়েকটি গ্যাস কোম্পানি নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেল বিক্রির মাধ্যমে অর্জিত অর্থ রাশিয়া যুদ্ধের কাজে ব্যবহার করছে। তাই এই নিষেধাজ্ঞার মাধ্যমে ক্রেমলিনের যুদ্ধক্ষমতা সীমিত করার চেষ্টা করা হচ্ছে।
বিশ্ববাজারে ডব্লিউটিআই ক্রুড তেলের দামও বেড়েছে, যা ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে তেলের বাজারের অবস্থা আরও পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
Leave a Reply