1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

বীরগঞ্জের জাহিদুল দশমাইল মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত, আহত-৬.

রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি.
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

দিনাজপুর বীরগঞ্জের জাহিদুল ইসলাম (৩০) দশমাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে ঘটনাস্থলে নিহত হয়েছে। আহত ৬জন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এবং প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

 

১৯ জুলাই’২০২৫ রাত ১১ টায় ইসলামিয়া কমিউনিটি হাসপাতালে অসুস্থ চাচাকে দেখে পরিবারের লোকজনের সঙ্গে বাড়ি ফিরার পথে দিনাজপুর দশমাইল হাইওয়ে নশিপুর কোল্ড স্টোরেজের সামনে এ ঘটনা ঘটে।

তারা অটো রিক্সা করে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা আম ভর্তি মক্কা মদিনা ঢাকা মেট্রো- ন- ১৭-৮৯১৩ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহত জাহিদুল ইসলাম বীরগঞ্জ উপজেলার দেবীপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ট্রাক চালক ঘুমন্ত অবস্থায় ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটিয়েছে। ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে।

নিজপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস জানান, আহত ৬ জনের মধ্যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন এবং ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

১০ মাইল হাইওয়ে পুলিশের এস.আই রেজাউল করিম জানান, সংবাদ পেয়েই পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘাতক ট্রাকটি আটক রয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট