1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

বীরগঞ্জে আওয়ামী নেতা জিয়া গ্রেফতার হোতা সাবেক এমপি গোপাল লাপাত্তা.

রনজিৎ সরকার রাজ , (দিনাজপুর) প্রতিনিধি :
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

২৮ আগস্ট বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ তথা দিনাজপুর-১ আসনের সাবেক এমপি মনোরঞ্জনশীল গোপালের একনিষ্ঠ সহচর হিসাবে সুপরিচিত মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মরহুম মঙ্গুলু শাহার ছেলে প্রভাষক জিয়াউর রহমান জিয়াকে খানসামা রোডস্থ তার শহরের বাসভবন হতে ইন্সপেক্টর তদন্ত শিহাব উদ্দিনের নেতৃত্বে বীরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে।

, সরকারি সম্পদ লুটপাটের সম্রাট, সীমাহীন দুর্নীতিবাজ সাবেক এমপি মনোরঞ্জনশীল গোপালের সকল অপকর্মের সাথে জড়িত গ্রেফতারকৃত পলাতক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ খালেক সরকার,
নয়া দিগন্ত বীরগঞ্জ-কাহারোল উপজলা প্রতিনিধি এবং জামায়াতে ইসলামী শ্রমিক কল্যান ফেডারেশনের দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি এসএম হাদীউজ্জামান হাদি
বলেন ফ্যাসিস্ট সাবেক এমপি মনোরঞ্জনশীল গোপালসহ তার দোসরদের অত্যাচারে একের পর এক মিথ্যা মামলার কারণে দীর্ঘদিন নির্যাতিত হয়েছি, একটি রাতেও ঘরে ঘুমাতে পারেনি, থাকতে হয়েছে কারাহাজতে।

তিনি বলেন আমি ছাড়াও তাদের দ্বারা অসংখ্য ব্যক্তি নির্যাতিত হয়েছে।

জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা এবং একাধিক রাজনৈতিক মামলা রয়েছে মর্মে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা আব্দুল গফুর ও ইন্সপেক্টর তদন্ত শিহাব উদ্দিন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট