দিনাজপুরের বীরগঞ্জ বটতলী উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন সচেতনতায় ফলজ, বনজ বৃক্ষরোপণ কর্মসূচি এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও দেয়ালিকা প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই -২০২৫) সকালে বটতলী উচ্চ বিদ্যালয়ের আয়োজন ও লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস। প্রজেক্ট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জুলফিকার আলী শাহ্।
বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমি সুপারভাইজার আবুল কামাল আজাদ।
এ সময় বটতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দীন আলী সরকার সোহেল, সাংবাদিক রনজিৎ রাজ সরকার ও বিকাশ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মডারেটরের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এবং বিচারকের দায়িত্ব পালন করেন বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, সহ-সভাপতি নাজমুল ইসলাম মিলন, সাংবাদিক ফেরদৌস ওয়াহিদ সবুজ। দীর্ঘসময় ধরে উপস্থিত বিতর্ক প্রতিযোগিতায় শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply