1. info@www.tarangotv.com : TV :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন

বেনাপোল সীমান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত-১আহত -১

বেনাপোল প্রতিনিধি :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

বেনাপোলে পুটখালী সীমান্তে টহলরত অবস্থায় মোটরসাইকেল দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য সিপাহী মোজাম্মেল হক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক হাবিলদার। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে সীমান্ত টহল চলাকালীন সময়ে দুর্ঘটনাটি ঘটে। টহলরত অবস্থায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে সিপাহী মোজাম্মেল ঘটনাস্থলেই প্রাণ হারান। তার সঙ্গে থাকা হাবিলদার গুরুতর আহত হন।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, রাতের সীমান্ত টহলের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় আমাদের এক সিপাহী নিহত হয়েছেন এবং এক হাবিলদার গুরুতর আহত হয়েছেন। আহত সদস্যকে দ্রুত ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট