1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

বেলাবতে ২০০ বস্তা সরকারি চাল জব্দ

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

বেলাবতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কৌশলের আওতায় ভিডাব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির বরাদ্দকৃত সরকারি ২০০ বস্তা (১০ টন) চাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার বাজনাব ইউনিয়নের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১১৮ বস্তা সরকারি চাল জব্দ করেন বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার। রোববার (২৫ মে) সকালে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন বেলাব উপজেলা সহকারী কমিশনার ভূমি আল আমিন হালদার।

জানা গেছে, ভিডাব্লিউবি কার্ডধারী উপকারভোগীগণ বিনামূল্যে এবং বিনা শর্তে প্রতি মাসে ৩০ কেজি করে চাল খাদ্য সহায়তা হিসেবে পান। আজকে বাজনাব ইউনিয়নের উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়। পরে হঠাৎ করে সংবাদ পাওয়া যায় উপকারভোগীরা ইউনিয়ন পরিষদ থেকে চাল নিয়ে যাবার পথে বিক্রি করে দিচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে বাজনাব ইউনিয়ন পরিষদ সংলগ্ন আমেরিকা প্রবাসী কাইয়ূম মিয়ার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ১১৮ বস্তা চাল জব্দ করা হয়।

তবে পরিত্যক্ত এই বাড়িতে কি করে ১১৮ বস্তা সরকারি চাল এলো এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি প্রশাসন। এছাড়া পাটুলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮২ বস্তা চাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার।

তবে উপজেলা সহকারী কমিশনার ভূমি আল আমিন হালদার বলেন, প্রতি বস্তায় ৫০ কেজি ওজনের ২০০ বস্তা চাল আমরা আটক করেছি। এ ঘটনার সঙ্গে কারা জড়িত সেটি আমরা এখনো বের করতে পারিনি। তবে তদন্ত চলমান আছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট