1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলন আগৈলঝাড়ায় শহিদ সাগরের বাবার ওপর হামলা

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হওয়া বরিশালের আগৈলঝাড়ার সাগর হাওলাদারের বাবার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবারের এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। 

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার গুলিবিদ্ধ হয়ে শহিদ হন বরিশালের আগৈলঝাড়ার বাগধা গ্রামের সাগর হাওলাদার। তার বাবা বাগধা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নৈহরী প্রহরী নুরুল হক হাওলাদার মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সামনে হামলার শিকার হন।

আহত নুরুল হক হাওলাদার বলেন, বখাটে জহিরুল মিয়া কিছুদিন আগে থেকে আমাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে ভয়ভীতিসহ হুমকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে আমার ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা করে।

জহিরুলের বাবা মাওলানা জাকারিয়া মিয়া বলেন, আমার ছেলে মানসিক ভারসাম্যহীন হওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে। আমি এ ঘটনায় দুঃখ প্রকাশ করছি। আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট