ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় বোরকা পরে ঘুরছিলেন আওয়ামী লীগ সমর্থিত এক সাবেক চেয়ারম্যানের চাচা জালাল উদ্দিন। তাকে আটকের পর তল্লাশি করে পাওয়া গেল একটি ধারালো ছোরা।
সোমবার দুপুর ২টার দিকে বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক জালাল উদ্দিন (৫৯) যশোর কোতোয়ালি থানার আন্দুলপোতা গ্রামের আ. রশিদের ছেলে। তিনি যশোরের লেবুতলা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান মিলন হোসেনের চাচা।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে কালো রঙের বোরকা পরে বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঘোরাঘুরি করছিলেন ওই ব্যক্তি। এ সময় তার চলাফেরায় সন্দেহ মনে হলে তাকে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তার কাছ থেকে একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।
কালীগঞ্জ বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকারিয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোরকা পরিহিত অবস্থায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।
Leave a Reply