দুই বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। তিনি ‘অগ্নিশপথ’ চলচ্চিত্রে অভিনয় করে রূপালী পর্দায় পা রাখেন। তবে চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হতে পারেনি। তবে ‘আই লাভ ইউ’ চলচ্চিত্রে পায়েল সরকারের বিপরীতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
দেব আজকে যে সফলতা অর্জন করেছে এর পেছনে রয়েছে অভিনেতার মা। দেব একাধিক সাক্ষাৎকারে জানান, আজ তিনি যা অর্জন করেছেন একটা সময় সেই স্বপ্ন তিনি প্রতি মুহূর্তে দেখতেন। তার প্রতিটি অর্জনের পেছনে রয়েছে তার পরিবার।
এদিকে অভিনেতার মায়ের জন্মদিন উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, মাকে জড়িয়ে স্নেহের পরশে সকলের নজর কেড়েছেন।
প্রসঙ্গত, খ্রিষ্টীয় বড়দিন উপলক্ষ্যে মুক্তি পেয়েছে দেব অভিনীত সিনেমা ‘খাদান’। যা বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে। ছবির প্রচার থেকে মুক্তির পর হল ভিজিট সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন দেব।
এর মাঝে মুক্তি পেতে চলেছে দেব এন্টারটেনমন্ট প্রযোজিত সিনেমা ‘বিনোদিনী’। রুক্মিণী মৈত্র অভিনীত ছবিটি চলতি মাসের ২৩ তারিখ বক্স অফিসে মুক্তি পাবে।
Leave a Reply