1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন

ভারতীয় উপকূলে ডুবে গেলো ৬৪০ কনটেইনারবাহী জাহাজ

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

ভারতের কেরালা উপকূলে ডুবে গেছে একটি কনটেইনারবাহী জাহাজ। এটিতে ৬৪০টি কনটেইনার ছিল। যারমধ্যে ১৩টিতে ছিল বিপজ্জনক পণ্য। গতকাল শনিবার উত্তাল সমুদ্রে জাহাজটি কাত হয়ে যায়। জাহাজটি উদ্ধারে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ড চেষ্টা চালালেও আজ রোববার (২৫ মে) এটি ডুবে যায়।

ভারতীয় এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজডুবির কারণে সমুদ্রে তেল ছড়িয়ে পড়তে পারে।

জাহাজটিতে ২৪ জন ক্রু ছিল। যাদের সবাইকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। জাহাজে যেহেতু বিপজ্জনক পণ্য ছিল তাই সেখানকার জেলেদের সাগরে না যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ভারতীয় কোস্টগার্ড জানিয়েছে, ‘এমএসসি ইএলএসএ ৩’ নামে জাহাজটি দ্রুত সময়ে কাত হয়ে ডুবে গেছে। যেহেতু এটির ভেতর থাকা তেল এখন বের হয়ে আসছে তাই কেরালা উপকূলে প্রাকৃতিক বিপর্যয় দেখা যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, জাহাজটির ট্যাংকে ৮৪ দশমি ৪৪ মেট্রিক টন ডিজেল এবং ৩৬৭ দশমিক ১ মেট্রিক টন ফার্নেস তেল ছিল। এছাড়া জাহাজের কিছু কনটেইনারে ছিল ক্যালসিয়াম কার্বাইড। এটি সমুদ্রের পানির ছোঁয়ায় আসলে বিপজ্জনক হয়ে ওঠে।

কেরালা উপকূল জীববৈচিত্রে সমৃদ্ধ এবং সেখানে অনেক মানুষ বেড়াতেও যান। এ বিষয়টি মাথায় রেখে সম্ভাব্য দূষণ নিয়ে কাজ শুরু করেছে ভারতীয় কোস্টগার্ড।

দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজের ভেতর থাকা তেল তিন কিলোমিটার গতিতে প্রবাহিত হয়ে বাইরে বের হয়ে আসছে। যা পরিবেশ ও জাহাজ চলাচলের ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি করেছে।

সূত্র: ওড়িশা টিভি

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট