1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

ভারতের বেঙ্গালুরু তিন স্ত্রী ও ৯ সন্তানের খরচ চালাতে চুরি, গ্রেপ্তার বাবাজান

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

তিন স্ত্রী আর ৯ সন্তানের ভরণপোষণ চালাতে গিয়ে চুরির পথ বেছে নেন ৩৬ বছর বয়সী এক ব্যক্তি। একের পর এক চুরি করে পালিয়েও যান তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে ধরা পড়েছেন পুলিশের হাতে। চাঞ্চল্যকর এই ঘটনায় পুলিশ যাকে গ্রেপ্তার করেছে, তিনি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বাসিন্দা।

বৃহস্পতিবার কর্ণাটকের পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে তিন স্ত্রী ও ৯ সন্তানকে নিয়ে বসবাস করেন। সম্প্রতি একটি চুরির ঘটনা তদন্তের সময় তাকে শনাক্ত করা হয়। পরে পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিতে ওই ব্যক্তি চুরি করাকে পেশা হিসেবে বেছে নেওয়ার নেপথ্যে স্ত্রী সন্তানদের ভরণপোষণ চালানোর কথা বলেন।

কর্ণাটক পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, বাবাজান নামের ওই ব্যক্তির কাছ থেকে পুলিশ ১৮৮ গ্রাম স্বর্ণালঙ্কার, ৫৫০ গ্রাম রুপার অলঙ্কার ও নগদ ১ হাজার ৫০০ রুপি উদ্ধার করেছে।

এই ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের ওই কর্মকর্তা পিটিআইকে বলেছেন, ‘‘বাবাজানকে গ্রেফতারের মাধ্যমে আমরা আটটি চুরির মামলার সমাধান করেছি।’’

তিনি বলেন, ‘‘তিন স্ত্রী ও ৯ সন্তানের বিশাল পরিবারের ভরণপোষণ চালানো তার জন্য কঠিন হয়ে পড়েছিল। এই কারণেই তিনি চুরির পথ বেছে নেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

বাবাজানের তিন স্ত্রী বর্তমানে বেঙ্গালুরুর আনেকালের কাছের শিকারিপালিয়া, চিক্কাবাল্লাপুরা ও শ্রীরঙ্গপট্টনায় বসবাস করেন।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘‘তিন স্ত্রী ও ৯ সন্তানের সঙ্গেই তার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তাদের সবার দেখাশোনা তিনিই (বাবাজান) করেন। তিনি এখন পেশাদার চোরে পরিণত হয়েছেন।’’

সূত্র: পিটিআই

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট