1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:২০ অপরাহ্ন

ভারতে এই প্রথম স্বর্ণের দাম ছাড়াল ৪৩ হাজার রুপি

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

ভারতে এই প্রথম এক ভরির কিছু কম বা ১০ গ্রাম স্বর্ণের দাম ৮৩ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১৭ হাজার ৪৬০ টাকা) ছাড়িয়েছে। গতকাল শুক্রবার রাজধানী নয়াদিল্লিতে প্রতি ১০ গ্রাম স্বর্ণ ৮৩ হাজার ১০০ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১৭ হাজার ৬০১ টাকা) বিক্রি হয়েছে বলে জানা গেছে।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্বর্ণের আগের যে দর ছিল, তার তুলনায় শুক্রবার ১০ গ্রাম স্বর্ণে ২০০ রুপি দাম বেড়েছে সব ধরনের স্বর্ণের। ৯৯ দশমিক ৯ শতাংশ খাঁটি বা বিশুদ্ধ স্বর্ণের দাম বৃহস্পতিবার পর্যন্ত ছিল ৮২ হাজার ৯০০ রুপি, যা বৃহস্পতিবার ২০০ রুপি বেড়ে হয়েছে ৮৩ হাজার ১০০ রুপি।

আর প্রতি ১০ গ্রাম ৯৯ দশমিক ৫ শতাংশ খাঁটি বা বিশুদ্ধ স্বর্ণ বিক্রি হয়েছে ৮২ হাজার ৭০০ রুপিতে। বৃহস্পতিবার পর্যন্ত এ দর ছিল ৮২ হাজার ৫০০ রুপি।

ভারতের স্বর্ণের বাজার পর্যবেক্ষণকারী সংস্থা এইচডিএফসি সিকিউরিটিজের জ্যেষ্ঠ বিশ্লেষক সৌমিল গান্ধী এনডিটিভিকে এ প্রসঙ্গে বলেন, “ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি দামে স্বর্ণ বিক্রি হয়েছে গতকাল। এর আগে কখনও এই দরে স্বর্ণের কেনাবেচা হয়নি ভারতে।”

এদিকে স্বর্ণের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে রূপার দামও। শুক্রবার ভারতে প্রতি কেজি রূপা বিক্রি হয়েছে ৯৪ হাজার রুপিতে। আগের দিন বৃহস্পতিবার পর্যন্ত এই দাম ছিল ৯৩ হাজার ৫০০ রুপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট