1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন

ভারতে গাড়ি উৎপাদনে অনাগ্রহী টেসলা, কী বললেন মন্ত্রী

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

বিশ্ববিখ্যাত বৈদ্যুতিক যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ভারতে গাড়ি উৎপাদনে আগ্রহী নয়। তবে দেশটিতে শোরুম স্থাপনে আগ্রহী— এমনটাই জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় শিল্পমন্ত্রী এইচ ডি কুমারস্বামী।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, টেসলা যদি ভারতের শুল্ক এড়াতে সেখানে একটি কারখানা স্থাপন করে, তাহলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য ‘অন্যায্য’ হবে।

এ নিয়ে ভারতের মন্ত্রী কুমারস্বামী সোমবার সাংবাদিকদের বলেন, ‘ওরা (টেসলা) শুধু শোরুম খোলার দিকেই বেশি আগ্রহী। ভারতে উৎপাদন শুরু করার ব্যাপারে তারা আগ্রহী নয়’।

এদিন ভারতের জন্য বৈদ্যুতিক গাড়ি উৎপাদন উৎসাহিতকরণ প্রকল্পের নির্দেশিকা প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এদিকে ভারতের এক সরকারি কর্মকর্তা দেশটির বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘এখন পর্যন্ত তারা (টেসলা) আগ্রহ দেখায়নি। বৈদ্যুতিক গাড়ি উৎপাদন উৎসাহিতকরণ প্রকল্পের প্রথম দফার স্টেকহোল্ডার আলোচনায় টেসলার একজন প্রতিনিধি অংশ নেন। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় দফায় তাদের কেউই উপস্থিত ছিল না’।

এর আগে, টেসলার সিইও ও মার্কিন ধনকুবের ইলন মাস্ক গত বছরের এপ্রিল মাসে বলেছিলেন, ভারতে তার সফর কোম্পানির (টেসলা) প্রচুর দায়িত্ব ও ব্যস্ততার কারণে বিলম্বিত হয়েছে।

সূত্র: পিটিআই ও দ্য টেলিগ্রাফ

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট