1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

ভিন্নধর্মে বিয়ে, সোনাক্ষীকে ছোট থেকেই ঈর্ষা করেন দুই ভাই

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

দীর্ঘদিন লুকিয়ে প্রেমের পর গত বছর প্রেমিক জাহির ইকবালের গলায় মালা দিয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হা। যেই বিয়ে নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। শোনা যায়, অভিনেত্রী ভিন্নধর্মে বিয়ে করায় নাকি পরিবারের সম্মতি ছিল না।

বিশেষ করে সোনাক্ষীর দুই ভাই লব ও কুশের নাকি এই বিয়েতে কোনও সম্মতিই ছিল না। তবে প্রকাশ্যে তারা এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানিয়েছেন, ছোটবেলা থেকেই দুই ভাই নাকি তাকে ঈর্ষা করতেন।

ভাইবোনদের মধ্যে সবার ছোট সোনাক্ষী। তাই বাবা-মায়ের থেকে একটু বেশিই ভালোবাসা ও আহ্লাদ পেয়েছেন অভিনেত্রী। এসব দেখে নাকি লব ও কুশের বেশ হিংসে হত।

 

সোনাক্ষী বলেছেন, “পরিবারে আমি সবার ছোট। বাড়ির একমাত্র মেয়ে। তাই সবচেয়ে বেশি আদর ও ভালোবাসা তো আমিই পেয়েছি। এসব দেখে ভাইদের খুব হিংসে হতো। তাই তারা আমাকে খুব মারধর করতো।”

ভাইবোনদের মধ্যে ঝগড়া মারামারি হয়েই থাকে। তিনিও ব্যতিক্রম নন বলেই মনে করেন সোনাক্ষী। তবে বড় হওয়ার পরেও যে সোনাক্ষীর সঙ্গে তার ভাইদের খুব মধুর সম্পর্ক নয়, তা অনেকটাই স্পষ্ট হয়েছে অভিনেত্রীর বিয়েতে।

 

সোনাক্ষীর বিয়েতে উপস্থিত ছিলেন কুশ। কিন্তু দেখা যায়নি ভাই লবকে। ভিন্নধর্মে বিয়ে করায় পরিবারে বেশ টানাপোড়েন চলেছিল বলে শোনা যায়।

 

গত বছর ২৩ জুন বিয়ে করেন সোনাক্ষী ও জাহির। বিয়েতে ছিল না কোনও ধর্মীয় রীতিনীতি। ভারতীয় আইন মেনে বিয়ে করেন দু’জনে।

 

বিয়ের পর ধর্ম পরিবর্তনও করেননি তারা কেউ। যদিও বিয়ের প্রীতিভোজে ছিল চমক। মুম্বাইয়ের বিলাসবহুল রেস্তরাঁর প্রীতিভোজে এসেছিলেন বলিউডের একাধিক তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট