1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১৪ মে ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

ভেড়ামারায় অস্ত্র-গুলিসহ দুই ভুয়া পুলিশ আটক

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার ভেড়ামাড়ায় ভুয়া পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইকালে ২ জনকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি অস্ত্র, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ১টি বিদেশি চাকু উদ্ধার করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ৩টায় ভেড়ামারা-প্রাগপুর রোডের হাওয়াখালি নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃত দুই ছিনতাইকারী দৌলতপুরের বাহিরমাদী এলাকার গোলাম নবীর ছেলে রজব সরকার এবং একই এলাকার মো. ফজলুল হকের ছেলে দুর্জয়।

প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, ছাগলের বেপারী পাবনা কাশীনাথপুর এলাকার জহুরুল ও ঈশ্বরদীর শেখ পাড়ার মিন্টু দৌলতপুর থেকে ভেড়ামারায় আসছিলেন। ভেড়ামারার হাওয়াখালি নামক জায়গায় রজব সরকার ও দুর্জয় তাদের ভুয়া পুলিশ পরিচয়ে পথরোধ করে। অবৈধ মাল আছে বলে ব্যবসায়ীদের মারধর করে। একপর্যায়ে স্থানীয় জনগণ এসে ছিনতাইকারী দুই ভুয়া পুলিশকে বেঁধে রাখেন। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে তারা এসে রজব সরকারের কাছ থেকে ১টি বিদেশি অস্ত্র, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও দুর্জয়ের থেকে ১টি বিদেশি চাকুসহ তাদের আটক করে।

ভুক্তভোগী জহুরুল জানান, হাওয়াখালি নামক জায়গায় আমাদের দুজন পুলিশ পরিচয় দিয়ে থামতে বলে। এরপর আমাদের পকেট চেক করতে থাকে। একপর্যায়ে আমরা চিৎকার দিলে স্থানীয়রা এসে তাদের বেঁধে রাখেন। আমরা পালিয়ে আসি।

ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, বিদেশি অস্ত্র-গুলিসহ দুজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট