1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

ভোররাতে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নেপাল

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

নেপালে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাতে আঘাত হানা এই ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

 

সংবাদমাধ্যমটি বলছে, শুক্রবার ভোররাতে নেপালে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল দেশটির মধ্যাঞ্চলীয় সিন্ধুপালচক জেলায়।

 

জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ডে স্থানীয় সময় ভোররাত প্রায় ২টা ৫১ মিনিটে এই কম্পন আঘাত হানে।

এদিকে ভোররাতের এই কম্পন নেপালের বেশ কিছু এলাকায়, বিশেষ করে পূর্ব ও মধ্যাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। ভারত ও চীনের তিব্বত সীমান্ত অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে।

 

ভূমিকম্পের পর হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি, তবে স্থানীয় কর্তৃপক্ষ বর্তমানে অঞ্চলটির পরিস্থিতি মূল্যায়ন করছে বলে জানা গেছে।

 

সাম্প্রতিক বছরগুলোতে নেপালে ভূমিকম্প সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া নেপাল বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চলের অন্তর্ভুক্ত। যার কারণে দক্ষিণ এশিয়ার এই দেশটি সবসময় ভূমিকম্পের ঝুঁকিতে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট