1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন

ভ্যাট-ট্যাক্সে ইলেকট্রনিক শিল্পে বড় ধাক্কা

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

ঢাকা থেকে চট্টগ্রাম পথে চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি বিরতিহীন। অর্থাৎ, যাওয়া-আসার পথে সেটি কোথাও থামে না। এই পথ যেতে ট্রেনটির সময় লাগার কথা ৪ ঘণ্টা ৫৫ মিনিট। বিরতিহীন বলে অন্য ট্রেনের চেয়ে এটির ভাড়া বেশি।

সোনার বাংলা এক্সপ্রেস গত ১ ডিসেম্বর ঢাকা থেকে ছেড়ে বিমানবন্দর স্টেশনে যাওয়ার পরই ইঞ্জিন বিকল হয়ে যায়। মেরামতের পর যাত্রী নিয়ে ওই দিন প্রায় তিন ঘণ্টা পর ট্রেনটি গন্তব্যে পৌঁছায়।

শুধু সোনার বাংলা নয়। একই দিন ঢাকা-নোয়াখালী পথের আন্তনগর উপকূল এক্সপ্রেস কুমিল্লার রাজাপুরে যাত্রী নিয়ে বিকল হয়ে পড়ে। মেরামত করে ট্রেনটি চালাতে বাড়তি সময় লাগে সোয়া তিন ঘণ্টা। এভাবে প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ আন্তনগর, লোকাল, মেইল কিংবা মালবাহী ট্রেনের ইঞ্জিন চলন্ত অবস্থায় বিকল হচ্ছে।

কালের কণ্ঠ

লক্কড়ঝক্কড় বাস অপসারণে আশানুরূপ অগ্রগতি নেই

রাজধানী ঢাকাসহ সারা দেশের সড়ক থেকে লক্কড়ঝক্কড় বাস অপসারণে গত তিন মাসে আশানুরূপ অগ্রগতি নেই। আগের মতোই রাজপথে চলছে এসব বাস। সড়ক থেকে লক্কড়ঝক্কড় গাড়ি সরাতে ২০২৩ সালের জুনে বাসের আয়ুষ্কাল বেঁধে দিয়েছিল তৎকালীন সরকার। কিন্তু তা বাস্তবায়ন করার আগেই পরিবহন মালিকদের চাপে ওই বছরের আগস্টে আয়ুষ্কালের প্রজ্ঞাপন স্থগিত করা হয়।

পাশাপাশি গাড়ির আয়ুষ্কাল পুনর্নির্ধারণে কমিটি করে দেওয়া হয়। সেই কমিটি আর আলোর মুখ দেখেনি। ২০২৪ সালের অক্টোবরে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বৈঠকে বসেন। সেখান থেকে ছয় মাসের মধ্যে পুরনো বাস সরাতে মালিকদের নির্দেশ দেওয়া হয়।

সমকাল

রেলে আলীগের রাজত্ব বিএনপির দখলে

রেলওয়ে শ্রমিক দলের দুই গ্রুপের সাধারণ সম্পাদক এম আর মঞ্জুর ও পেয়ার আহমেদ। রেলে এখন তাদের কথাই আইন। আধিপত্য বিস্তারে নিজেদের মধ্যে কোন্দলে জড়ানোর পাশাপাশি রেলকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করছেন এই দুই গ্রুপের নেতাকর্মীরা। এখন আর তাদের টেবিলে পাওয়া যায় না। কাজ ফেলে তারা দলবল নিয়ে এক অফিস থেকে আরেক অফিসে ঘুরে বেড়াচ্ছেন। রীতিমতো তালিকা তৈরি করে রেলের পূর্বাঞ্চলে বদলি বাণিজ্যে নেমেছেন। কেউ বদলি কিংবা বদলি ঠেকাতে দ্বারস্থ হচ্ছেন তাদের। শুধু তারাই নন, রেলে টেন্ডার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে মরিয়া হয়ে উঠেছেন চট্টগ্রামের দুই যুবদল নেতাসহ তাদের পরিবারের আট সদস্য।

যুগান্তর

বাতিল হচ্ছে ৩শ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

বাতিল হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ৩শ কোটি টাকার উন্নয়ন প্রকল্প। অভিযোগ উঠেছে, শেখ হাসিনা সরকারের আমলে অপরিকল্পিত ও অবৈধভাবে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছিল। কোনো কোনো প্রকল্প নেওয়া হয়েছিল জোরপূর্বক। দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে ঠিকাদারের সঙ্গে চুক্তির পরও শাহজালালসহ কয়েকটি বিমানবন্দরের প্রায় ৩শ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাতিল করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক। কাজগুলো নতুনভাবে সরকার নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বাস্তবায়ন হবে। এসব প্রকল্পের তালিকা ধরে এ-সংক্রান্ত প্রস্তাব তৈরি করা হয়েছে। কাজগুলোর মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক ও অনাবাসিক ভবন ও ঢাকার বাইরে বিভিন্ন বিমানবন্দরের স্থাপনা নির্মাণ।

খবরের কাগজ

মিল্ক ভিটা: অনিয়ম-দুর্নীতি-১ চেয়ারম্যানের নির্দেশে বন্ধ হয় কারখানা

একটি কোম্পানির গো-খাদ্য বিক্রি করার লক্ষ্যে উৎপাদনমুখী রাষ্ট্রায়ত্ত ফিড কারখানা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে মিল্ক ভিটার সদ্য সাবেক চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর বিরুদ্ধে। এ ছাড়া নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে গত ১০ বছরে সাবেক চেয়ারম্যান ও কিছু অসাধু কর্মকর্তা লুটপাট করেছেন মিল্ক ভিটার কোটি কোটি টাকা।

জানা যায়, গো-চারণ ভূমি হিসেবে খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়ার লাখ লাখ গবাদি পশুর জন্য দানাদার আর সুষম খাদ্য নিশ্চিত করতে ২০২৪ সালে ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় মিল্ক ভিটা গো-খাদ্য কারখানা। উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর এলাকায় এটি নির্মাণ করা হয়। প্রতিদিন ওই কারখানা থেকে প্রতি ঘণ্টায় ৫ মেট্রিক টন খাদ্য উৎপাদন হতো। বলা হয়েছিল সমিতির সদস্যদের সহায়তায় অলাভজনক উদ্দেশ্যে কারখানাটি পরিচালিত হবে। একমাত্র খামার মালিকরাই গো-খাদ্য কিনতে পারবেন স্বল্প দামে। এ জন্য প্রতি মাসে দুধের দাম থেকে কর্তন করে রাখা হতো গো-খাদ্যের দাম। এমনকি কারখানাটির খাদ্য বাইরের বাজারে বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। মানসম্পন্ন হওয়ায় অল্প সময়ে জনপ্রিয়তা পায় এই পুষ্টিকর খাদ্য প্রকল্পটি।

মানবজমিন

করপোরেট মজুতদারি অস্থির চালের বাজার

বাজারে চালের দাম কোনোভাবেই স্থিতিশীল হচ্ছে না। কয়েক দফায় চাল আমদানি করার পরও কৃত্রিম সংকট তৈরি করছে মিলার, মালিক ও করপোরেট কোম্পানিগুলো। কিছুদিন আগেই আমন ধান কাটা শেষ হয়েছে। অথচ চালের ঊর্ধ্বমুখী দামে ভরা মৌসুম বাজারে প্রভাব ফেলতে পারছে না।
রাজধানী কাওরান বাজারে মিনিকেট চিকন ও নাজিরশাইর চাল বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে। মোটা চাল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকা কেজি দরে। কিছুদিন আগেও মোটা চালের কেজি ছিল ৫৫ থেকে ৫৮ টাকার মধ্যে। গত সপ্তাহে চিকন চালের দাম ছিল ৭৮ থেকে ৮৮ টাকা। আর মাসখানেক আগে ছিল ৭৬ থেকে ৮২ টাকার মধ্যে। হঠাৎ করে চালের দাম বাড়ায় সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সামনে রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা বাজারে চাল ও তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে বলে অভিযোগ জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।

কালের কণ্ঠ

ভ্যাট-ট্যাক্সে ইলেকট্রনিক শিল্পে বড় ধাক্কা

ফ্রিজ, টিভি, এসিসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যে একসময় পুরোপুরি আমদানিনির্ভর ছিল দেশ। সরকারের অব্যাহত নীতিসহায়তা পাওয়ায় এরই মধ্যে এই খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ হয়েছে। দীর্ঘমেয়াদি রোডম্যাপ নিয়ে স্যামসাং, এলজির মতো বৈশ্বিক ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে মাঠে নেমেছেন দেশীয় উদ্যোক্তারা। ইলেকট্রনিকস শিল্পে করছাড় দেওয়ার কারণে আমদানিনির্ভর পণ্যগুলো এখন দেশেই উৎপাদন হচ্ছে।

সমকাল

রাজনীতিতে জড়িয়ে পড়া বাহিনীর সংস্কার কঠিন

বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর কাঠামোগত সংস্কার ছাড়া অন্তর্বর্তী সরকারের কষ্টার্জিত অগ্রগতি বৃথা যেতে পারে। এসব বাহিনীর দ্রুত সংস্কার করা না গেলে পরের সরকারের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা থেকেই যাবে। শেখ হাসিনা সরকারের আমলের সাড়ে ১৫ বছর নিরাপত্তা বাহিনীগুলো যেভাবে রাজনীতিতে জড়িয়েছে, সেখান থেকে তাদের বের করে সংস্কার করা কঠিন হবে বলে মনে করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

গেল ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কার নিয়ে ‘আফটার দ্য মনসুন রেভুলেশন: এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে এমন সুপারিশ তুলে ধরেছে সংস্থাটি। প্রতিবেদনটি আজ মঙ্গলবার প্রকাশ করতে যাচ্ছে এইচআরডব্লিউ। প্রতিবেদনে গণঅভ্যুত্থানের আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘন এবং ভবিষ্যৎ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে সুপারিশ তুলে ধরা হয়েছে।

বণিক বার্তা

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে ১ দশমিক ৪১ শতাংশে

কয়েক বছর ধরেই দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বেশ মন্থর। গত ছয় মাসে তা আরো মন্থর হয়ে এসেছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই থেকে নভেম্বর) দেশের বেসরকারি খাতে ঋণপ্রবাহ বেড়েছে মাত্র ১ দশমিক ৪১ শতাংশ। এর আগে গত অর্থবছরের একই সময়ে এ প্রবৃদ্ধির হার ছিল ৩ দশমিক ৪৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালের জুন শেষে বেসরকারি খাতে ব্যাংক ঋণের স্থিতি ছিল প্রায় ১৬ লাখ ৪১ হাজার ২২৯ কোটি টাকা। নভেম্বর শেষে ঋণের এ স্থিতি বেড়ে ১৬ লাখ ৬৪ হাজার ৩২৪ কোটি টাকায় উন্নীত হয়েছে। সে হিসাবে পাঁচ মাসে বেসরকারি খাতে ঋণ স্থিতি বেড়েছে মাত্র ২৩ হাজার ৯৫ কোটি টাকা। আর ঋণ প্রবৃদ্ধির হার প্রায় ১ দশমিক ৪১ শতাংশ।

আজকের পত্রিকা

স্বাস্থ্যের জাহিদ মালেক বিমা খাতেও খলনায়ক

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্থানীয় এমপির পারিবারিক বিমা কোম্পানি হওয়ায় সানলাইফ ইনস্যুরেন্সে গণহারে বিনিয়োগ করেছিলেন এলাকার মানুষ। কিন্তু শেষ পর্যন্ত স্বাস্থ্যের মতো বিমা খাতেও খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হন তিনি ও তাঁর পরিবার। হাজার হাজার মানুষের বিমা দাবি পরিশোধ না করে বিক্রি করে দেন বিমা কোম্পানিটির শেয়ার।

অধিক মুনাফার জন্য ২০০৯ সালে সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডে ১২ বছরমেয়াদি পলিসি কিনেছিলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের বাস্তা গ্রামের সালেহা বেগম। কিন্তু ১২ বছরের মেয়াদ পেরিয়ে ১৬ বছর হতে চলল, এখনো আমানতের টাকা ফেরত পাননি তিনি।

সালেহা বেগম ২০০৯ সালে সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানির দড়গ্রাম কার্যালয় থেকে ৫০ হাজার টাকার পলিসি কিনেছিলেন। মেয়াদ পূর্তির এক মাসের মধ্যে তাঁকে লাভসহ টাকা ফেরত দেওয়ার কথা ছিল।

কালের কণ্ঠ

ইপিজেডে বিদেশি বিনিয়োগ ২২% কমেছে

জুলাই আন্দোলনের পর পরবর্তী পরিস্থিতিতে দেশের ইপিজেডগুলোতে বিদেশি বিনিয়োগ কমেছে ২২.৩৩ শতাংশ। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ-বেপজা। তবে বিনিয়োগ কমলেও এই সময়ে ইপিজেড থেকে রপ্তানি বেড়েছে ২২.৪১ শতাংশ, যেখানে ইপিজেডবহির্ভূত রপ্তানি বেড়েছে ১২.৮৪ শতাংশ। ইপিজেডের বাইরে জুলাই-সেপ্টেম্বর সময়ে সার্বিকভাবে বৈদেশিক বিনিয়োগ কমেছে ৭১ শতাংশ।

সমকাল

তরুণরা মনে করেন ছাত্ররাজনীতি শিক্ষার পরিবেশের অন্তরায়

দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে তরুণরা সবার আগে সংস্কার চান। তারা চান দুর্নীতি বন্ধ হোক; নাগরিকদের, বিশেষ করে নারীর অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত থাকুক। তারা নির্ভয়ে কথা বলার পরিবেশ চান। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি শিক্ষার অবাধ পরিবেশ বজায় রাখার অন্তরায় বলে মনে করেন তাদের বড় একটি অংশ। তরুণদের অনেকেই মনে করেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ এক থেকে তিন বছর হওয়া উচিত। এক জরিপে জানা গেছে এসব তথ্য।

সমসাময়িক বিষয় নিয়ে যুবসমাজের ভাবনা ও প্রত্যাশা সম্পর্কে জানার জন্য সরাসরি ও অনলাইনে এই জরিপ করেছে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি)। সোমবার রাজধানীর মহাখালীতে সংস্থাটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ‘ইয়ুথ ম্যাটার্স সার্ভে’ শীর্ষক এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল তুলে ধরেন বিওয়াইএলসির রিসার্চ, মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন ম্যানেজার আবুল খায়ের সজীব। দেশের ২৩টি জেলায় ১ হাজার ৫৭৫ তরুণ-তরুণী জরিপে সরাসরি অংশ নেন। এ ছাড়া অনলাইন জরিপে অংশ নেন ১ হাজার ৬৬৩ জন।

বণিক বার্তা

সুদহার বাড়ায় চাপে বেশি ঋণের কোম্পানি

ঋণের সুদহার বছর তিনেকের বেশি সময় ধরে ৯ শতাংশে বেঁধে রাখার পর সেটি ২০২৩ সালের জুলাইয়ে তুলে দেয়া হয়। এর পর থেকেই ধীরে ধীরে সে হার বাড়তে থাকে। এটি আরো গতি পায় গত বছরের আগস্টে নতুন গভর্নর দায়িত্ব নেয়ার পর। বেশ কয়েক দফায় নীতি সুদহার বাড়ানোর পর বর্তমানে ঋণের সুদহার ক্ষেত্রবিশেষে প্রায় ১৬ শতাংশে গিয়ে ঠেকেছে। সুদহারে এ উল্লম্ফনে ব্যবসার খরচ অনেক বেড়ে গেছে। আর বাড়তি এ ব্যয় সামাল দিতে গিয়ে শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরও খরচ চাপাচ্ছে কোম্পানিগুলো। ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলে বাড়ানো সুদহার পণ্যের দামকে আরো উসকে দিতে ভূমিকা রাখছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে যেসব কোম্পানির ঋণের পরিমাণ বেশি, সুদহার বাড়ায় বেশ চাপের মধ্যে পড়েছে সেগুলো।

দেশ রূপান্তর

দুই ভাইয়ের স্বর্ণ পাচার

পাঁচ বছরে ৩৬ বার দুবাই থেকে স্বর্ণের বড় বড় চালান আনেন মো. সোহেল। প্রতিবারই গোয়েন্দাদের ফাঁকি দিতে সক্ষম হন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার এই বাসিন্দা। তবে ৩৭তমবার আর শেষরক্ষা হয়নি তার। ২০২১ সালের ২৩ নভেম্বর সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি ১৫৯ গ্রাম স্বর্ণের চালানসহ ধরা পড়েন সোহেল। এ ঘটনায় তার বিরুদ্ধে নগরের পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। জিজ্ঞাসাবাদে নাম আসে দুই ভাইয়ের। যারা মোবাইল ফোন একসেসরিজের ব্যবসার আড়ালে সোনা পাচারের ব্যবসাও করেন।

যুগান্তর

সরকার উৎখাতে চক্রান্ত!

কারাগারে থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ বিভিন্ন মন্ত্রী। আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তানুসারে সবাইকে ‘প্রস্তুত’ থাকতে নির্দেশনা দেন সালমান এফ রহমান। অন্যদিকে কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে ‘গোপন বার্তা’ দেন পলক।

কালের কণ্ঠ

রাশিয়ায় যুদ্ধে আট বাংলাদেশি!

ইউক্রেনের রাজধানী কিয়েভে স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছেন বাংলাদেশের রাজবাড়ীর ছেলে আরমান মণ্ডল। ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে গত বৃহস্পতিবার মাইন বিস্ফোরণে আক্রান্ত হওয়ার দাবি করেন তিনি। ২১ বছর বয়সী এই তরুণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিভাবে জড়ালেন, সে বিষয়ে অনুসন্ধান করেছে কালের কণ্ঠ। এতে বেরিয়ে আসে একটি এজেন্সির ভয়াবহ প্রতারণার তথ্য।

বিভিন্ন কারখানা ও ক্যান্টনমেন্টে মালি বা বাবুর্চির কাজ দেওয়ার কথা বলে তরুণদের পাঠানো হয় রাশিয়ার যুদ্ধক্ষেত্রে। সেখানে অকাতরে প্রাণ হারাচ্ছে অনেকে। শুধু এক এজেন্সির মধ্যস্থতায় পাঠানো ১০ তরুণের মধ্যে আটজন যুদ্ধে জড়াতে বাধ্য হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এঁদের মধ্যে অনেকের কোনো খোঁজ মিলছে না।

বণিক বার্তা

তরুণরা মতপ্রকাশে এখন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন

তরুণরা তাদের মতপ্রকাশে আগের সরকারের সময়ের তুলনায় এখন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলে ‘‌বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার’ (বিওয়াইএলসি)-এর এক জরিপে উঠে এসেছে। বিওয়াইএলসি বলছে, সরাসরি জরিপে অংশ নেয়া ৭৩ দশমিক ৬ শতাংশ এবং অনলাইন জরিপে ৮১ দশমিক ৫ শতাংশ তরুণ-তরুণী আগের তুলনায় মতপ্রকাশে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলে মত দিয়েছেন।

এছাড়া দুইশর কম্বল ২৪০০; সাত কলেজ আর ঢাবির অধীনে থাকছে না; পুতুলের কানাডার নাগরিকত্ব বিষয়ে জানে না সরকার; ভোট-শরিয়াহ প্রশ্নে ‘একমত’ বিএনপি ও চরমোনাই; খুলনার পঞ্চবীথি ক্রীড়াচক্র ‘দখলে’ নিল গণঅধিকার—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট