1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন

ভ্যান চুরি হওয়া শিশু মোতালেবকে নতুন ভ্যান উপহার দিলেন এলাকাবাসী

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

বাবা অসুস্থ হওয়ায় পরিবারের একমাত্র উপার্জনকারী ১২ বছর বয়সী শিশু মোতালেব। গত ১১ ফেব্রুয়ারি শিশু মোতালেব ভ্যানটি নিয়ে বাড়ি থেকে বের হয়। এদিন যশোরের চৌগাছা বাজারে এলে একটি চোরচক্রের কবলে পড়ে সে। শিশু মোতালেবের একমাত্র উপার্জনের মাধ্যম ভ্যানটি কাঁচা বাজার থেকে চুরি হয়ে যায়। সেখানেই শিশু মোতালেব ভেঙে পড়েন কান্নায়। মোতালেবের কান্না এলাকাবাসীর মনে নাড়া দেয়। অতপর শিশুটিকে ইঞ্জিনচালিত নতুন ভ্যান উপহার দেন এলাকাবাসী।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে যশোরের চৌগাছা কাঁচাবাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে ভ্যান চালক মোতালেবের বাবা ফুলসদ্দি ও তার মা মিনু বেগমের হাতে ইঞ্জিনচালিত ভ্যান ও একটি গোলাপ ফুল তুলে দেন এলাকাবাসী। নতুন ভ্যান পেয়ে ভীষণ খুশি মোতালেব ও তার বাবা-মা।

 

তার বাবা ফুলসদ্দি বলেন, আমার পরিবারের একমাত্র উপার্জনের সম্বল ভ্যানটি চুরি হয়ে যাওয়ার পর দিশেহারা হয়ে পড়ি। এতটাই অভাবে ছিলাম যে ভ্যান চুরি পর ঠিকমতো বাজারঘাট করতে পারিনি। এখন নতুন ভ্যান পেয়ে আমি খুব খুশি।

তিনি আরও বলেন, আমি অসুস্থ। শরীর ভালো থাকলে মাঠে অন্যের জমিতে শ্রমিকের কাজ করি। আমার ছেলে যে টাকা ইনকাম করে সেই টাকায় মূলত সংসার চলে। আমার অল্প একটু জমি ছিল, সেই জমি বিক্রি করে ভ্যান কিনে দিয়ছিলাম।

 

চৌগাছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক ইয়াকুব আলী বলেন, গত ১১ ফেব্রুয়ারি চৌগাছার উদ্দ্যেশে শিশু মোতালেব ভ্যানটি নিয়ে বাড়ি থেকে বের হয়। এদিন চৌগাছা বাজারে এলে একটি চোর চক্রের কবলে পড়ে সে। এক পর্যায়ে ওই ভ্যানটি কাঁচাবাজার থেকে চুরি হয়ে যায়। এ ঘটনাটি আমার নজরে পড়ে। এসময় অসহায় মোতালেবের একটি ভ্যান দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করি। এলাকাবাসীর সহযোগিতায় মোতালেবকে একটি নতুন ভ্যান কিনে দিতে পেরেছি। আমরা এলাকাবাসী অনেক আনন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট