1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

মক্কা-রিয়াদে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস, নাগরিকদের সতর্কবার্তা

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

চলতি বছর মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে নজিরবিহীন ঠান্ডা পড়েছে; এর মধ্যেই রাজধানী রিয়াদ, ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র শহর মক্কাসহ দেশের বিভিন্ন এলাকায় ঝড় ও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

বুধবার এক বিজ্ঞপ্তিতে সৌদির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) জানিয়েছে, আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকে আগামী সোমবার (২৭ জানুয়ারি) পর্যন্ত থেকে মক্কা, রিয়াদ, জাজান, আসির এবং দক্ষিন পশ্চিমাঞ্চলীয় আল বাহা এলাকায়  ঝড়, শিলাবৃষ্টি ও বজ্র-বিদ্যুৎসহ ভারী বর্ষণ ঘটবে।

একই সময়ে দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকা, আল জাওয়াফ, হা’ইল, মদিনা, আল কাসিম এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে মাঝারি থেকে ভারী বর্ষণ ঘটতে পারে বলে উল্লেখ করা হয়েছে এনসিএমের পূর্বাভাসে।

এদিকে সম্ভাব্য এ বৈরী আবহাওয়া পরিস্থিতিতে নাগরিক ও বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সৌদির বেসমারিক প্রতিরক্ষা বাহিনী। ঝড়-বৃষ্টির সময়ে নাগরিকদের নিরাপদ স্থানে থাকতে এবং নিচু এলাকা, অর্থাৎ যেসব জায়গায় পানি জমতে পারে— সেসব স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া জরুরি পরিস্থিতিতে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগের জন্যও নাগরিক ও বাসিন্দাদের আহ্বানও জানিয়েছে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী।

সূত্র : গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট