1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

ময়মনসিংহে আ.লীগ-ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। তাদের বিরুদ্ধে সরকারি রাস্তা নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। শুক্রবার (২৩ মে) রাত ১০টার দিকে ফুলপুর পৌর শহরে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশীষ তালুকদার শুভ (৩৫) ও একই উপজেলার রূপসী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আজিজুল ইসলাম (৫০)।

ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি ঢাকা পোস্টকে এ তথ‍্য নিশ্চিত করে জানান, ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে পিটিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। এর মধ‍্যে আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম আহত হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, আজিজুল ইসলামের বিরুদ্ধে একটি মারামারির মামলা রয়েছে। তবে এই মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। এছাড়াও ছাত্রলীগ নেতা দেবাশীষ তালুকদার শুভ একাধিক মামলার সন্দেহভাজন আসামি। তার বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট