1. info@www.tarangotv.com : TV :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

এসডি সোহেল রানা,(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র পৃথক অভিযানে ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও গজ কাপড় জব্দ করা হয়েছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ অক্টোবর রাতে গোবরাকুড়া ও গজনী সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি’র সদস্যরা এসব পণ্য আটক করেন।

 

অভিযানে ৮০৩ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে,একটি নোকিয়া বাটন মোবাইল, একটি গ্রামীণ সিম ও ৯৬ মিটার গজ কাপড় জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৩১ হাজার ৭০০ টাকা।

 

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন,চোরাকারবারীরা অভিনব কৌশলে সীমান্ত পথে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা করছিল,তবে টহলরত বিজিবি সদস্যদের তৎপরতায় তা ব্যর্থ হয়। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট