1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার ২

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

য়মনসিংহ জেলার ধোবাউড়া থানা এলাকার বাসিন্দা ভিকটিমের পিতা জানান যে, ১নং আসামী গনি মিয়া (৫৫), পিতা- মৃত আব্দুল হেকিম, ২। নজরুল ইসলাম (৪৫), পিতা- মৃত আহম্মেদ, ৩। মহব্বত আলী, পিতা- মৃত শহর আলী, সর্বসাং-সানন্দখিলা, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ সহ অজ্ঞাতনামা ০১ জনের সাথে (১৩) বছর বয়সী ভিকটিম বুদ্ধি প্রতিবন্ধীর দেখা হলে বিবাদীরা পরস্পর যোগসাজসে তাকে পান খাওয়ার লোভ দেখিয়ে ১০০ (একশত) টাকার নোট হাতে দিয়ে ফুসলিয়ে সঙ্গে করে নিয়ে ৪নং বিবাদী আছিয়া বেগম (৬০), স্বামী-মৃত চানু মিয়া, সাং-সানন্দখিলা, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ বসত ঘরের শয়ন কক্ষে নিয়ে গিয়ে ১নং, ২নং ও ৩নং বিবাদীরা বাদীর বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে জোরপূর্বক পালাক্রমে একাধিকবার ধর্ষণ করে। ৪নং বিবাদী আছিয়া বেগম ধর্ষণের কাজে বিবাদীদের সহযোগীতা করে। কিছুক্ষণ পরে ভিকটিমের মাতা ভিকটিমকে খোঁজাখুজি করে না পেয়ে বিবাদীর আছিয়া বেগম এর বাড়ীর কাছে আসলে ভিকটিমের চিৎকার ও কান্নাকাটির শব্দ পেয়ে ভিকটিমের মাতা আছিয়া বেগমের শয়ন কক্ষের সামনে দাড়িয়ে দরজা খোলার জন্য ডাকাডাকি করলে বিবাদীগন দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। তখন ভিকটিমের মাতার ডাক চিৎকারে বাদীসহ এলাকার লোকজন আগাইয়া এসে ৪নং বিবাদীর শয়ন কক্ষ থেকে বুদ্ধি প্রতিবন্ধী ভিকটিমকে রক্তাত্ত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪, তারিখঃ ০৫/০৩/২০২৫ খ্রি. ধারা- ৯(৩)/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, (সংশোধনী/২০২০)।

এরই প্রেক্ষিতে ,অধিনায়ক, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশনায় সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল ০৫ মে ২০২৫ খ্রি. ভোর অনুমান ০৪:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন বিল্ডউরা ইউনিয়নের আতুয়া জঙ্গল এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার ২নং এজাহারনামীয় আসামী নজরুল ইসলাম (৪৫), পিতা- মৃত আহম্মেদ, সাং- সানন্দখিলা, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। এরপর একই তারিখ সকাল অনুমান ০৬:৩০ ঘটিকায় আসামীর দেওয়া তথ্য উপাত্তর ভিত্তিতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন পূর্বভূবনকুড়া ইউনিয়নের ভূবনকুড়া গ্রামে অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার ১নং এজাহারনামীয় আসামী গনি মিয়া (৫৫), পিতা- মৃত আব্দুল হেকিম, সাং- সানন্দখিলা, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয়কে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট