1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

মহাদেবপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

নওগাঁর মহাদেবপুরে সেনাবাহিনীর পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযান শেষে রবিবার সকালে আটককৃতদের থানায় সোপর্দ করলে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

থানা সূত্র জানায়, শনিবার (১৯ জুলাই) রাতভর সেনাবাহিনীর বিশেষ দল উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৯০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটকরা হলো উপজেলা সদরের দুলালপাড়া গ্রামের মৃত গোপাল সরকারের ছেলে মানিক সরকার (৪৮), শিবরামপুর মধ্যপাড়া গ্রামের আজাদ সরদারের ছেলে রেজাউল করিম (৩২) ও একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে সাহেব আলী (৫৫)। আটককৃতদের মধ্যে একজন দীর্ঘদিন ধরে চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানিয়েছে সেনা সূত্র। সূত্রটি আরো জানান,

দেশের অন্যান্য স্থানের মতো মহাদেবপুর উপজেলাতেও মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা। এছাড়াও মাদক নির্মূল করতে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি মাদক ব্যবসায়ী কিংবা সংশ্লিষ্ট কারো তথ্য থাকলে তা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহবান জানিয়েছেন তারা। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।# মো. জুয়েল মন্ডল , ২০.০৭.২০২৫, ০১৭৮৩২০০০০৭

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট