
মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে নেতৃত্ব দেন মাদারীপুর-৩ আসনে হাত পাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুল হক।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।

র্যালিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা সভাপতি মেহেদী হাসান সুমন, পৌর সভাপতি লুতফুর রহমান মুন্সি, ডাসার উপজেলা সভাপতি রুহুল আমীন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা সভাপতি তালুকদার দেলোয়ার হোসেন, উপজেলা সভাপতি নাঈম ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি বশির উদ্দীন এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মহিউদ্দিন হাওলাদারসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে। আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।