1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন

মাগুরায় শিশু ধর্ষণ মামলার আসামিদের ডিএনএ সংগ্রহ

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের ঘটনায় হওয়া মামলার গ্রেফতারকৃত অভিযুক্ত তিন পুরুষের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার রাতে ডিএনএ রাজধানী ঢাকায় পাঠানো হয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ধর্ষণের ঘটনার পর গত ৮ মার্চ শনিবার শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। এতে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, বোনের স্বামী সজিব, সজিবের বড় ভাই রাতুল ও বোনের শাশুড়ি জাহেদাকে আসামি করা হয়। মামলায় সকল আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা মাগুরা কারাগারে রয়েছেন। এদের মধ্যে তিনজন পুরুষ আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকায় সিআইডি ডিএনএ ল্যাবে পাঠানো হয়েছে।

 

গত ৬ মার্চ মাগুরার শহরতলী নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছর বয়সি শিশুটি। ওই সময় তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও চালানো হয়। শিশুটি বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট