1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

মাঝ আকাশে বিমানে বন্দুক বের করে সহযাত্রীকে খুনের হুমকি যুবকের

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

মধ্য আমেরিকার হন্ডুরাসের তেগুসিগালপায় টনকন্টিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা একটি বিমানে এক যুবক আগ্নেয়াস্ত্র বের করে যাত্রীদের প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।  বিমানটি উড্ডয়নের মাত্র কিছুক্ষণ পরই এ ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, এ ঘটনায় মুহূর্তেই শোরগোল পড়ে যায় বিমানের কেবিনে।  তবে ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা কোনও রকমের হতাহতের ঘটনা ঘটার আগেই বন্দুকধারীকে পরাস্ত করেন।  পরে পাইলট দ্রুত ফ্লাইটটিকে টনকনটিন আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনেন এবং নিরাপদে অবতরণ করে।

দ্য সানের খবরে বলা হয়, বিমানটি মূলত রোয়াতানের উদ্দেশে যাত্রা করছিল।

বিমানটি অবতণের পর পুলিশ কর্মকর্তারা বিমানে আরোহণ করে অভিযুক্ত ওই যাত্রীকে গ্রেফতার করেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ ঘটনায় আতঙ্কে কাঁপছিলেন যাত্রীরা। পরে তাদেরকে অন্য ফ্লাইটে স্থানান্তর করা হয়।

বন্দুকধারী কীভাবে বিমানে আগ্নেয়াস্ত্র নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন সে সম্পর্কে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট এক স্থানীয় মন্তব্য, ‘ওই বিমানবন্দরে নিশ্চয়ই খুব অকার্যকর যাত্রী স্ক্রিনিং চলছে, ফ্লাইট চলাকালে এমন ঘটনা ঘটলে খুবই বিপজ্জনক। ’

আরেকজন প্রশ্ন তুলেছেন, ‘তিনি কীভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে বিমানে উঠলেন?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট