ঢাকায় অফিসিয়াল একটি পরীক্ষায় অংশ নিয়েছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা। সারাদিন পরীক্ষা থাকায় অনেকের ফোন রিসিভ করতে পারেননি বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন তিনি। তিনি বলেছেন, পরীক্ষার কারণে সরকারি মোবাইলটি সঙ্গে ছিল না। এ কারণে কারও ফোন রিসিভ করা সম্ভব হয়নি। আগামীকাল সোমবার সকালেই দীঘিনালা যাব এবং অফিস করবো।
এর আগে রোববার সন্ধ্যায় ঢাকা পোস্টে ‘দীঘিনালার ইউএনও অমিত কুমার সাহা কোথায় বলতে পারছে না কেউ’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে সেটি নজরে আসে অমিত কুমার সাহার। এরপর তিনি ঢাকা পোস্টে নিজেই ফোন করে তার অবস্থান জানান এবং আগামীকাল সোমবার অফিস করার বিষয়টি নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি মিটিংয়ে অংশ নেওয়ার পর থেকে তার সঙ্গে আর কেউ যোগাযোগ করতে পারছিল না।
খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম জানিয়েছেন, অমিত কুমার সাহা একটি পরীক্ষা দেওয়ার জন্য ছুটিতে রয়েছেন। তবে ছুটির মেয়াদ সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানাননি তিনি। তিনি আরও বলেন, অভিযোগ রয়েছে, গত বছরের ঢাকার রামপুরা টিভি ভবন এলাকায় ছাত্র আন্দোলনের সময় ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে তার নির্দেশেই আন্দোলনকারীদের ওপর ১৫৩ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল।
সম্প্রতি এক প্রতিবেদনে তাকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে চিহ্নিত করে একটি তালিকা প্রকাশ করা হয়। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম আরও জানান, সামনে জুন মাসে দীঘিনালায় ইউএনও’র প্রয়োজন রয়েছে এবং বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, ছাত্রজনতার আন্দোলনে যার নির্দেশে গুলি ছুড়ে নিরপরাধ জনসাধারণকে শহীদ করা হয়েছে এমন অভিযুক্ত ব্যক্তি এখনও কীভাবে প্রশাসনের দ্বায়িত্ব পালন করছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবিলম্বে তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা উচিত।
Leave a Reply