মাদারীপুরেরে রাজৈর উপজেলায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় হাতেনাতে ৫ জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদেরকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলার উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড়, সোনাপাড়া ও আড়াইপাড়া এলাকায় পৃথকভাবে এ তিনটি অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক ও সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান।
আটকরা হলেন - ফরিদপুরের সালতা থানার রংরায় কান্দি গ্রামের আবু মোল্লার ছেলে আহাদ মোল্লা, মাদারীপুরের শিবচর থানার কাঁঠালবাড়ি গ্রামের আজাহার ফকিরের ছেলে ঠান্ডু ফকির, একই উপজেলার চরজানাজাত ইউনিয়নের লুফতি কান্দি গ্রামের খোকন মাতুব্বরের ছেলে রাকিব মাতুব্বর, পিরোজপুরের জিয়া নগর থানার চর বলেশ্বের গ্রামের কামাল হাওলাদারের ছেলে আসিফ হাওলাদার ও বাগেরহাটের বাড়ই পাড়া গ্রামের শেখ আব্দুর রবের ছেলে জিহাদ শেখ। এ সময় আরও ২ জন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সোনাপাড়া ও আড়াইপাড়া গ্রামে দুটি অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক। পরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে দুইজনকে আটক করে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এর আগে দুপুরে ইশিবপুর ইউনিয়নের শ্রীনদী ব্রিজের পাশে শাখারপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান। পরে কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে তিনজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় অভিযানে অবৈধ ড্রেজারের সরঞ্জাম ও পাইপ নষ্ট করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক ও সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান জানান, ২০১০ সালের মাটি ব্যবস্থাপনা আইন ০৪ ধারা অব্যাহত রেখে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। ড্রেজার চালক সহ মোট পাঁচজনকে আটক করেন তারা। এসময় বালু উত্তোলনের সরঞ্জামাদি ও ৬ ইঞ্চি মোটা প্লাস্টিকের পাইপ কুপিয়ে নষ্ট করা হয়। পরে আটকৃতদের দেড় লাখ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। অবৈধ ড্রেজার ও বালু উত্তোলন বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।