1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

মানিকগঞ্জে সাত থানার ওসিদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

আসন্ন নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ জেলার সাতটি থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলিজনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বদলি প্রশাসনিক একটি স্বাভাবিক প্রক্রিয়া, তবে দায়িত্ব পালনকালে প্রতিটি কর্মকর্তা যে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন তা মানিকগঞ্জ জেলা পুলিশ চিরদিন স্মরণ রাখবে। তিনি আরও জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল, জনবান্ধব ও কার্যকর হয়েছে।

পুলিশ সুপার আগামীর কর্মস্থলে অফিসার ইনচার্জদের সফলতা, কল্যাণ ও নিরাপদ যাত্রা কামনা করেন। পাশাপাশি সেবা প্রার্থীদের প্রতি ভদ্র, সহনশীল ও পেশাদার আচরণ বজায় রাখার আহ্বান জানান। ভবিষ্যৎ কর্মজীবনেও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠানের শেষে মানিকগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী ওসিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুমসহ পুলিশ অফিসের বিভিন্ন পদমর্যাদার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

আরো সংবাদ পড়ুন

© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

   
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট