1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

মারা গেছেন জনপ্রিয় ভারতীয় অভিনেতা

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

মারা গেছেন ভোজপুরি ছবির জনপ্রিয় অভিনেতা সুদীপ পাণ্ডে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে এই অভিনেতার। সুদীপের পরিবারের ঘনিষ্ঠ এক সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রতিবেদনে আরও বলা হয়, বুধবার সকাল ১১ টায় মুম্বাইয়ে অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  ৩০ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত। তবে কেবল অভিনেতা হিসেবে নয় প্রযোজক হিসেবেও ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সক্রিয় কাজ করেছেন।

তার আকস্মিক মৃত্যুতে ভোজপুরি বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। ভেঙে পড়েছেন তার প্রিয়জনেরা।  সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত লিখেছেন ‘আরআইপি, আপনার আত্মার শান্তি কামনা করি।’

প্রসঙ্গত, ভোজপুরি ছবি ‘ভোজপুরিয়া ভাইয়া’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন সুদীপ। অ্যাকশন তারকা হিসেবে খুব তাড়াতাড়ি সকলের মনজয় করে নেন। এককথাই বলতে গেলে তিনি ছিলেন ভোজপুরি সিনে-প্রেমিদের হার্টথ্রব।

তিনি ‘পেয়ার মে’, ‘বালওয়া’ এবং ‘ধরতি’ -এর মতো অসংখ্য ভোজপুরি ছবিতে কাজ করেছিলেন। ২০১৯ সালে তাকে হিন্দি ছবি ‘ভি ফর ভিক্টর’ এ দেখা যায়। সম্প্রতি ‘পারো পাটনা ওয়ালি’র দ্বিতীয় পর্বের শ্যুটিং শুরু করেছিলে তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট