মালয়েশিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেনাং কমতা শাখার শাখার কমিটি গঠন নিয়ে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় কমতায় একটি রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এস এস সাগরের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুবদল সভাপতি গোলাম মোস্তাফা, বিএনপি নেতা ও মালয়েশিয়ায় বিশিষ্ট ব্যবসায়ী মো. খাইরুল ইসলাম মো. সাহাদাত হোসেন সাগর, মালয়েশিয়া জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি প্রার্থী মো. খায়রুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রার্থী মো. মিনাদুল কবির ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী মো. বেলাল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের ভোটের অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা তথা মানুষের বাক স্বাধীনতাসহ মৌলিক অধিকারগুলো হরণ করেছে তাইতো শেষ পর্যন্ত জোর করেও ক্ষমতায় টিকে থাকতে পারেনি। বৈষম্যহীন ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশাপাশি সাধারণ জনগন রাস্তায় নেমে এ সরকারকে ক্ষমতা থেকে নামতে বাধ্য করেছে। বিগত আওয়ামীলীগ সরকার পিলখানায় হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতা কর্মীদের রাতের আঁধারে হত্যা ও ছাত্র আন্দোলনে প্রায় ৩ হাজার মানুষকে হত্যা করেছে যা পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।