লেখক, বুদ্ধিজীবী ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। তারা তরুণ ও যুবকদের চরিত্র হননের চেষ্টাও চালিয়ে যাচ্ছে। লোভ-লালসার ঊর্ধ্বে উঠে একতাবদ্ধ থেকে এই ষড়যন্ত্র রুখতে হবে।
বৃহস্পতিবার(১৪ আগস্ট) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইডিবি) হলরুম আয়োজিত “তারুণ্যের গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণে চ্যালেঞ্জ উত্তরণে যুব তরুণদের ভূমিক” শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের যুব উন্নয়ন সংস্থার উদ্যোগ আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. আব্দুর রবের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ড. মাহমুদুর রহমান বলেন, বিগত ষোল বছর ধরে তরুণদের ব্রেইনওয়াশ করার চেষ্টা করা হয়েছে। তারপরও তারা বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদকে তাড়িয়ে নতুন বাংলাদেশ ছিনিয়ে এনেছে।
বিশেষ অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক বলেন, যুবকরাই হলো সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার। নিজ নিজ অবস্থান থেকে অর্জিত বিপ্লবের চেতনাকে কাজে লাগাতে হবে। প্রবীণরা যুবকদের উদ্বুদ্ধ করবে আর যুবকেরা জীবন বাজি রেখে পরিবর্তনের জন্য ঝাঁপিয়ে পড়বে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ও ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনা পালালেও বড় ফ্যাসিবাদ বাংলাদেশ সচিবালয়ে গেড়ে বসেছে। তারা মাঠ প্রশাসনের মাধ্যমে বালু লুট, পাথর লুটের নিরাপত্তা দিতে পারে না। এই প্রশাসন আসন্ন নির্বাচনে জনগণের নিরাপত্তা কীভাবে দিবে- বলে প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।
‘নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস’ এর সভাপতি ব্রি. জে. (অব.) এটিএম জিয়াউল হাসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চ্যালেঞ্জ পুরোটাই ভেঙ্গে গেছে। আরও বিপ্লব হবে। সে বিপ্লবের জন্য তরুণ সমাজকে প্রস্তুত থাকতে হবে।
বাংলাদেশ কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. হাসান নাসির বলেন, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ বাংলাদেশে ব্যর্থ হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট হাসিনার রেখে যাওয়া দোসররা বিপ্লবের চ্যালেঞ্জ নস্যাৎ করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য ঐক্যবদ্ধভাবে যুব সমাজকে সজাগ থাকতে হবে।
সাবেক সেনাকর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে একজন রিক্সওয়ালারও অবদান আছে। অথচ জুলাই ঘোষণায় শ্রমিকদের কথা উল্লেখ নাই।
বিপ্লব হাতছাড়া হওয়ার ভয় আছে উল্লেখ করে তিনি বলেন, বিপ্লব পরবর্তীতে ইউনুস সরকারের আচরণ দেখে অবাক হচ্ছি। তার বোধোদয় হওয়া দরকার। তার উচিত জনগণের সঙ্গে কথা বলা।