1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

মিঠুনের বিরুদ্ধে প্রতারণার মামলা, অভিযোগ খারিজ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

প্রাক্তন ব্যক্তিগত সচিব ও সচিবের স্ত্রীর তরফে দায়ের করা প্রতারণা মামলার বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। অভিযোগ খারিজের আর্জি নিয়ে ইতিমধ্যেই আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি সপ্তাহেই মামলার প্রাথমিক শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর।

 

মূলত মিঠুনের বিরুদ্ধে আর্থিক প্রতিশ্রুতি ভঙ্গ এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠেছে। মিঠুন চক্রবর্তীর প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরী এবং তাঁর স্ত্রী সম্প্রতি উত্তর কলকাতার চিৎপুর থানায় একটি এফআইআর দায়ের করেন। অভিযোগে তাঁরা দাবি করেছেন, একটি হোটেল নির্মাণ প্রকল্পে ইন্টেরিয়র ডেকরেশনের কাজের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছিল। কাজের প্রথম পর্যায়ে কিছু অর্থ পেলেও পরে অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়া হয়। সেই কাজ সম্পূর্ণ করতে গিয়ে স্ত্রীর গয়না বন্ধক রেখে টাকা জোগাড় করেন সুমন। কাজও শেষ করেন। কিন্তু সেই অংশের অর্থ দেওয়ার কোনও লিখিত চুক্তি না থাকায় শেষপর্যন্ত পাওনা টাকা আর হাতে পাননি বলে অভিযোগ।

পুলিশে দায়ের করা অভিযোগ অনুযায়ী, সুমন ও তাঁর স্ত্রীর দাবি, মোট ৩৫ লক্ষ টাকা তাঁদের পাওনা যা এখনও মেটানো হয়নি। শুধু তাই নয়, টাকার ব্যাপারে যোগাযোগ করতে গেলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেছেন ওই দম্পতি। এই প্রেক্ষিতেই সুমনের স্ত্রী সোমবার শিয়ালদা আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দিও দিয়েছেন।

অন্যদিকে, এই গোটা অভিযোগকে ভিত্তিহীন বলেই দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা বাতিলের আবেদন জানিয়েছেন মিঠুন চক্রবর্তী। তাঁর হয়ে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন একদল অভিজ্ঞ আইনজীবী। পাশাপাশি, অভিযোগে মিঠুনের এক ঘনিষ্ঠ, পেশায় আইনজীবী বিমান সরকারের নামও রয়েছে। অভিযোগকারীদের দাবি অনুযায়ী, বিমান সরকারও এই আর্থিক অনিয়মে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট