1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

মিয়ানমারের পণ্যবাহী জাহাজ আটকে দিল আরাকান আর্মি

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে ৪টি পণ্যবাহী জাহাজ আটকে দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ২টি ও শুক্রবার ২টি মোট ৪টি জাহাজ আটকানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজগুলো ছাড়া হয় নাই। শুক্রবার জাহাজ গুলো মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া নামক জলসীমা এলাকায় দিয়ে বাংলাদেশের টেকনাফে আসার পথে তল্লাশির অজুহাতে আটকে রাখেন। জাহাজ গুলোতে আচার, শুটকি, সুপারিসহ বিভিন্ন মালামাল রয়েছে।

আরাকান আর্মি মিয়ানমারের মংডু টাউন শিপের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে টেকনাফ স্থলবন্দের নৌযান চালাচল বন্ধ রয়েছে।

টেকনাফ স্থলবন্দরের ম্যানেজার জসিম উদ্দিন জানান, টেকনাফ স্থলবন্দরে আসার পথে ২ দিনে ৪টি মালবাহী জাহাজ আটক করেছে আরাকান আর্মি। তবে তা ছাড়িয়ে নিতে আমদানি কারকেরা চেষ্টা চালাচ্ছে বলে জেনেছি।

শনিবার দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, মিয়ানমারের জলসীমা থেকে আরাকান আর্মি জাহাজগুলো আটক করে নিয়ে গেছে। তাতে আমাদের করার কিছু নেই। তবে আমি ওই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট