1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি সফল হবে না : রিজভী

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

ছাত্রশিবির তাদের একটি লেখায় মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে। এটি কেন? আমাদের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ। সেটাকে ছোট করে, কটাক্ষ করে রাজনীতি কখনোই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এ সভার আয়োজন করে।

সভায় বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘৫ আগস্টকে মুক্তিযুদ্ধের বিকল্প তৈরি করা হচ্ছে, এটা মানুষ মানবে না। ৫ আগস্ট একটা দুনিয়া কাঁপানো গণ-অভ্যুত্থান। এর বার্তা ও বৈশিষ্ট্য এক ধরনের। আর একাত্তরের মুক্তিযুদ্ধ আরও বড় ক্যানভাসের— ৩০ লাখ মানুষের আত্মদান। ওটাকে ছোট করে এটাকে বড় করলে লাভ হবে না।’

রিজভী বলেন, ‘গত দেড় দশকে শেখ হাসিনা নিজে ও পরিবারের লোকজনের সমন্বয়ে দেশে গোষ্ঠীতন্ত্র কায়েম করেছিলেন। এখন শেখ হাসিনা পাশের দেশ থেকে কর্মসূচি ঘোষণা দিচ্ছেন। আর যে কজন ধরা পড়ে জেলখানায় আছেন, তাদের মধ্যে একজন ‘দরবেশ’ (সালমান এফ রহমান)। তিনি কারাগার থেকে ঝাড়-ফুঁক দিচ্ছেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমি জানি না তাদের আইনি প্রক্রিয়া কীভাবে চলছে। নিশ্চয়ই তাদের কারাগারের মধ্যে এমন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘নিজে, নিজের বাপ-মা, ভাই-বোন— সব হচ্ছে একটি জাতির কীর্তিমান সন্তান আর সবাই বাজে এবং তাদের তুচ্ছতাচ্ছিল্য ও অপমানের শিকার। এটা কোনো রাষ্ট্র ছিল না। গোষ্ঠীতন্ত্র ও জমিদারতন্ত্রের নিকৃষ্ট উদাহরণ ছিল শেখ হাসিনার শাসন।’

সংস্কার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘এমন সংস্কার আনা হোক, যাতে আর কখনোই কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে। কিন্তু সংস্কারের জন্য খুব বেশি পরিশ্রম ও সময় দীর্ঘায়িত করার কোনো মানে নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট