1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

মুক্তি পাচ্ছে ‘ডেঞ্জার জোন’, আগ্রহ নিয়ে প্রেক্ষাগৃহে দেখার অপেক্ষায় জলি

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

দীর্ঘদিন পর খবরের শিরোনামে উঠে এলেন অভিনেত্রী জলি। এখন আর তাকে পর্দায় খুব একটা দেখা যায় না। তবে আবারও দেখা যাবে পর্দায় এ অভিনেত্রীকে। আগামী ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘ডেঞ্জার জোন’। তার বিপরীতে আছেন অভিনেতা বাপ্পি।

আর ডেঞ্জার জোনের মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন বাপ্পী-জলি। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।

এর আগে সর্বশেষ ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমায় দেখা গিয়েছিল অভিনেত্রী জলিকে। এরপর দীর্ঘদিন মিডিয়ায় অনুপস্থিত ছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও খুব একটা সরবও ছিলেন না এ অভিনেত্রী।

‘ডেঞ্জার জোন’ সিনেমাটি নির্মাণ করেছেন বেলাল সানী। এতে জলির সঙ্গে জুটি বেঁধেছেন বাপ্পি। ছবিটির কাজ অনেক আগেই শেষ করা হয়েছিল। কিন্তু মুক্তির জন্য অপেক্ষা করতে হয়েছে। অবশেষে ‘ডেঞ্জার জোন’র পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা দেন নির্মাতা।

 

 

‘ডেঞ্জার জোন’ প্রসঙ্গে জলি বলেন, সপ্তাহখানেক আগে জানতে পারলাম ছবিটি মুক্তি পাচ্ছে। শোনার পরই খুব আগ্রহ নিয়ে প্রেক্ষাগৃহে দেখার জন্য অপেক্ষা করছি। দর্শকদের সঙ্গেই সিনেমাটি দেখব। আশা করছি নিরাশ হবেন না সিনেমাপ্রেমীরা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট