মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৮০০ পাউন্ড অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুক্তারপুর, কলাগাছিয়া ও বক্তারবলী নৌপুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে এসব কারেন্ট জাল জব্দ করে। যার মূল্য ১০ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে নৌপুলিশ।
এ ব্যাপারে মুক্তারপুর নৌপুলিশ ফাড়ির ইনচার্জ লুৎফর রহমান বলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল হাসেমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১০ কোটি সাড়ে ২৪ লাখ টাকার জাল উদ্ধারের পরে জনসম্মুখে আগুনে পুড়িয়া ধ্বংস করা হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply