মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে ২৪ জেলেকে আটক করেছে নৌ পুলিশ।
শুক্রুবার (১০ অক্টোবর) রাতে মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) প্রবীর কুমার রায়।
অভিযানে অংশ নেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনসহ নৌ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
তিনি আরও জানান, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা অনুযায়ী, ১২ অক্টোবর পর্যন্ত পদ্মা-মেঘনায় মা ইলিশ ধরা, পরিবহণ, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নৌ পুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করছে।