1. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ অপরাহ্ন

মেয়র যোহরান মামদানি গ্রেসি ম্যানশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তার স্ত্রী রামাকে নিয়ে গ্রেসি ম্যানশনের বাসিন্দা হতে যাচ্ছেন।

তিনি কীভাবে ও কবে নাগাদ সেখানে মুভ করবেন, সেই পরিকল্পনাও করেছেন। জানুয়ারি মাসে শপথ গ্রহণের পর তারা সেখানে মুভ করবেন।খবর আইবিএননিউজ।
তার ট্রানজিশন টিমের পক্ষ থেকে জানানো হয়, মেয়র-নির্বাচিত জোহরান মামদানি গ্রেসি ম্যানশনে বসবাসের পরিকল্পনা ঘোষণা করেছেন।

তিনি বলেছেন, যদিও আমি আর অ্যাস্টোরিয়ায় থাকতে পারব না, কিন্তু অ্যাস্টোরিয়া সর্বদা আমার ভেতরে এবং আমার কাজের মধ্যে বাস করবে। জোহরান মামদানি জানুয়ারিতে শপথ গ্রহণের পর তার স্ত্রী রামার সঙ্গে গ্রেসি ম্যানশনে চলে যাওয়ার পরিকল্পনা করেছেন।

গ্রেসি ম্যানশনে যাওয়ার প্রস্তুতির কথা ঘোষণা করে মেয়র (নির্বাচিত) জোহরান মামদানি একটি বিবৃতিও দিয়েছেন। তিনি বলেছেন, আমি এবং আমার স্ত্রী রামা জানুয়ারিতে গ্রেসি ম্যানশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা অ্যাস্টোরিয়ায় আমাদের বাড়ির অনেক কিছু মিস করব। আমাদের রান্নাঘরে পাশাপাশি রাতের খাবার রান্না করা, সন্ধ্যায় প্রতিবেশীদের সঙ্গে ঘুমন্ত লিফটে চড়ি, অ্যাপার্টমেন্টের দেয়ালজুড়ে গান ও হাসির শব্দ শুনি।

মামদানি আরও বলেছেন, আমার অগ্রাধিকার সর্বদা এই শহরের মানুষের সেবা করা। আমি স্টেইনওয়েতে লাইন কুকদের জন্য, ডাচ কিলস খেলার মাঠে দুলতে থাকা শিশুদের জন্য, কিউ ১০১ বাসের জন্য অপেক্ষা করা বাস আরোহীদের জন্য মেয়র হব। যদিও আমি আর অ্যাস্টোরিয়ায় থাকব না, তবে অ্যাস্টোরিয়া সব সময় আমার ভেতরে এবং আমার কাজের মধ্যে বেঁচে থাকবে

আরো সংবাদ পড়ুন
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি,  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট