শরীয়তপুরের জাজিরা উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার সোনালী ব্যাংক মোড়ে এ অভিযান পরিচালনা করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার ও ফার্মেসি তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তিন ফার্মেসির তাক থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়।
ইউএনও কাবেরী রায় বলেন, জনস্বাস্থ্য রক্ষায় নিয়মিত বাজার ও ফার্মেসিতে অভিযান চলছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি গুরুতর অপরাধ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফার্মেসিগুলোকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply