1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

মোবাইল চোর সন্দেহে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

গাজীপুরে মোবাইল চোর সন্দেহে জুয়েল তালুকদার (৪৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজনকে পিটিয়ে আহত করা হয়েছে। রোববার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর কোনাবাড়ীর আমতলা (পারিজাত) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল তালুকদার নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া বাজার এলাকার কছিমুদ্দিন তালুকদারের ছেলে। তিনি গত ছয় বছর যাবত আমতলা (পারিজাত) এলাকায় হোসেন আলীর বাসায় ভাড়া থেকে চাকরি করেছে। সম্প্রতি জন্ডিস রোগে অসুস্থ হয়ে পড়ায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং মাঝে মধ্যে মৌসুমী ফলের ব্যবসা করতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জুয়েল আহত আব্দুল হকের মেয়েকে দিয়ে বাসা থেকে মোবাইল চুরি করান। শুক্রবার (২৩ মে) স্থানীয় এক বাসা থেকে মুঠোফোন চুরি হয়। পরে সে মোবাইল নিয়ে তার বাবার কাছে দিলে জুয়েল তালুকদার এবং আব্দুল হক মিলে মোবাইল বিক্রি করেন। মোবাইল চুরির ঘটনাটি বাসার লোকজন সিসি ক্যামেরায় দেখে মেয়েকে চিনে ফেলে এবং আব্দুল হকের মেয়েকে শনাক্ত করে। রোববার (২৫ মে) সকালে ওই মেয়ে আবার একই বাসায় গেলে বাড়ির লোকজন তাকে আটক করে। পরে সে স্বীকার করলে লোকজন জুয়েল তালুকদার এবং আব্দুল হককে গণপিটুনি দিলে জুয়েল তালুকদার ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত আব্দুল হককে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট