1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

যশোরের শার্শায় ১০টি স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শায় ১০ পিস স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। রোববার (৪ মে) বেলা ১টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনম টোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।

পুলিশ জানায়, চেকপোস্টে ডিউটিরত অবস্থায় গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার এসআই আলমগীর হোসেন তার ফোর্সসহ বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে আটককৃত ব্যক্তির প্যান্টের পকেট থেকে ১ কেজি ১৯২.৬৯ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে এর আনুমানিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা। স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশে সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিলো বলে জানায় পুলিশ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারন) সার্কেল নিশাত আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে। এ সময় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট